আজ ও ভাবি তুমি আসো না কেন !
এক আবেশি আফিম নেশায়,
তোমাকে নিয়ে খেলাঘর সাজায় ।
এই মেহগুনি খাট - বিছানার অক্টোপাস শরীরের ভাঁজে,
তুমি হেসে চলে যাও !
জানালার  কানে বাতাস ফিস ফিস কথা কয়,
পড়ন্ত বিকেলে গ্রিলের ফাঁকে চোখ রেখে ছুঁয়ে ছিলে বলাকার ডানা ;
মৌনতার কাদাজলে যে সারস হয়েছে মেঘ পাখি !
রাতের পাহাড় ঘুমিয়ে গেছে-
হয়তো জেগে আছো তুমি !
আর আমি ?
জ্যোৎস্নার রং হয়ে তোমার ধুপছায়া আঁখি !
এখনো কি গুঁজে আছো বালিশে মুখ ?
এইতো আজ সেই পঞ্চমী রাত - তার উপর পূর্ণিমার আধা ভাঙা চাঁদ ।
রাতের অন্ধময় ঘরে আজ আলোর দাবী ,
তোমায় ভালোবেসে কে রাঙায় সেই অন্ধ কুঠারী ?
নির্জন ঢেউয়ের মতো পিপাসায় জেগে আছো ,
ঘুমকাতুরে অলস চোখের পরে !
আর আমি ?
একক নীরব প্রেমে বয়ে যাবো ভেলা ,
যুগ যুগ সাগর - শয়নে ।
আমার আত্মা আর মনের বীত প্রেমে,
শর্তহীন শুয়ে রবে -
আমার দেহ শ্রবনে - শ্রবনে ।



প্রদীপ দাস
০২ জুলাই -২০১৭
আর কে মিশন রোড