আমি যখন আমি হয়ে উঠি
চেতনার রঙে
বিস্ময়ে তাকাই চারিধারে
নিকটে ও দূরে-প্রশ্ন জাগে মনে
জগতের শুরু কোথায়-শেষই-বা কোথায়?
পাইনি উত্তর।
দিন-মাস-বছর কেটে যায়
যুগ-যুগান্ত পেড়িয়ে জিজ্ঞাসা তবু থেকে যায়
চেতনার দলগুলি মেলে অনুভবের তীক্ষ্ণতায়
আরও পরিপূর্নভাবে।
জগৎটা আর জগৎ থাকে না
হয়ে ওঠে মহা-জগৎ-পরিশেষে বিশ্বজগৎ
কোন চেতনাই পায় না থই এ অসীম বিরাট পরিমাপে।
সীমার মাঝে আছে এ-প্রান্ত সে প্রান্ত
সুখ-দুঃখ, ভাল-মন্দ, ছোট-বড়, প্রেম-হিংসা
আর কত উঁচু-নিচু।
অসীম কালের ব্যাপ্তি মাঝে অতি তুচ্ছ এ সব কিছু
বলা ভালো একদম নেই।


বর্তমানের আগে ও পরে শুরু নেই-শেষ নেই।
দিগন্ত অসীম
যেখানে দাঁড়িয়ে আমি তার এপাশে-ওপাশে, চারপাশে
উপরে ও নিচে,
শুরু নেই-শেষ নেই।
এটাই বাস্তবতা বিশ্বজগতের
আমি চাই বা না-চাই
এর কোন বিকল্প নেই।