মন এক অবাধ্য শিশু
কত কি যে তার বাহানা
ভালো লাগা-মন্দ লাগা খেলায়
মানে না কোন মানা।
বিচিত্র এই দুনিয়াখানি
রূপ-রস-গন্ধ-পরশ ভরা
দেয় শুধু হাতছানি।
দুলে ওঠে মন
করে কামনা-বাসনা তাড়না।
শিশুর মতই এটা চাই, ওটা চাই
ভোগের আয়োজনে তার ফরমাসের নেই শেষ।
পেলে আনন্দ, না-পেলে বেদনা
জীবনভর হিসেব নিকেশ
কি পেল আর কি পেল না।
করে না বিচার মোটে
দেশ-কাল-পাত্র বিশেষ।


চাবুক খেয়েও হয়না কাবু সে
বিবেকের লাগামখানি ধরলে পরে কষে
বল্গাহীন মনের খেলা
থাকে কেবল বশে।