নাক বরাবর তাকাই, ভালোমন্দ খাই
রাজধানী এক্সপ্রেসে রেলযাত্রী আমি
আক্ষেপ নেই, ভ্রুক্ষেপ নেই
আপন মনে থাকি।
পাশের লোকটি বাঁচল কি মোড়ল
জানেন অন্তর্যামী।
ডানে-বামে, আগে-পিছে
বসে আছেন যাঁরা
আমার মতই নিখুঁত দাম্ভিক তাঁরা
আমাদের নেই আলাপচারিতা
একেই বলে অভিজাত প্রকৃত
রাজধানী যাত্রীর শিষ্টতা মত।