যাবি যদি যাস না দূরে, যা চলে যা!
কালো কেশের ছদ্মবেশে, ডানার ভাঁজে জোছনা ঢেলে
মরা ঘাসে শুয়ে থাকা রাত কাটানো শিশির ফেলে।
যা চলে যা, কি আসে যায়! আঙ্গুল ফাঁকে ছিটকে পড়ে
বিনা চাষে বেড়ে উঠা দূরালাপনী মেদুর মায়ায়!
গা থেকে সব স্পর্শ খুলে, রংধনু পোশাক পড়ে
যা নেমে যা ঝিনুক খোঁজে জল গভীরে।


তবে যখন যাবিই দূরে ওই দূরে যাস;
যেখান থেকে ফিরবি না আর
খুব বর্ষায় তেষ্টা পেলেও ডাকবি না আর
করতে আবার চোখ জমিনে জলের চাষ।