**প্রার্থনা**
=============
কার প্রার্থনায় ওই কুয়াশার ভিড় ঠেলে নামে বসন্ত
ফোটে কৃষ্ণচূড়ার নিষিদ্ধ কোরক,
উড়ে উড়ে আসে সুকন্ঠী কোকিল, প্রজাপতির আবলি,
কুড়ানো ফুল-পতনে সাজে খোপার মন্দির
চিতায় পোড়া আগুনের হলুদ মিশে যায় হোলিতে!


প্রার্থনায় থরথর করে কাঁপি, দৃশ্যায়ন থামে না,
কতটুকু আর জানি রাতের গোপন
শুন্য পালঙ্কে নুনের প্রসবণ,
দিন খুলে দিলে গায়ে পেচানো সোনালী শাড়ি
সফেদ পোশাকে নেমে পড়ি আলোকিত আঁধারে।


**নিষিদ্ধ ভ্রমণ**
===================
হা-মুখো সন্ধ্যার গহ্বরে অনায়াসে ঢুকে গেছে দিন,
স্তব্ধ এখন শব্দভূগোল, ঘুমিয়েছে দেবতা।


মধ্যরাতের নির্জন পথে,
মনিবভক্ত কুকুরকতক ধমকে বলে
“ফিরে যাও এখানে প্রবেশ নিষেধ”!


পা কি কখনো আদব জানে?
হেঁটে চলে সাদা কাফনে মোড়ানো চাঁদ আলোতে
না জেনে পোড়াতন্ত্র সুখ।


শরীরে পোড়াগন্ধ, বাযুগুলো উড়ে উড়ে বেড়ায়
আর সারিবদ্ধ পারফিউমের দোকানে দোকানে-
ঝুলে থাকে মূল্যছাড়ের বিশাল ব্যানার।