প্রিয় প্রতিটি শব্দের কসম,
রাজপথে শুয়ে থাকা ঝিম ধরা আলোতে
লিখে যাবো আরো একটি কবিতা, শিরোনামহীন-
শেষ কবিতা, পঙ্ক্তির কোষে কোষে
অনয়াসে লিখে যাবো পেন্সিলে আঁকা সুখের গল্প,
লিখে যাবো ইট কাঁকরের দেয়ালে থোকা থোকা লেগে থাকা
প্রাচীন চিহ্নগুলো কিভাবে ময়ুরের মতো পাখা মেলে।


লিখে যাবো ব্যথার অনুবাদ, আহত প্রতিটি উচ্চারণ,
আড়ষ্ট আঙ্গুলে কিভাবে উঠে আসে নীল সমগ্র
হৃদয়ের বাকল খুলে দেখে নিবো সেই পথের সরল।
আকাশ ছুতে নেমে যাবো সাগরে, গভীরে পৌঁছে
দেখে নিবো জল চাঁদরের নীচে ঝিনুকের আবাদ
কাদামাটির বুকে শুয়ে শরীরে নীল ধরে রাখার গোপন সূত্র।


লিখে যাবো কোন কান্নার মিছিল ভিড়েছে জোনাক কোরাসে,
দেহের আড়ালে অন্তর ঢেকে
প্রণয়ে কেঁদেছে কোন সন্ধ্যা জলকেলি বিকেলে,
বোনা স্বপ্নের মদির বাতাসে খুন হয়েছে কোন আঁধার,
লিখে যাবো শেষ কবিতা বুনে দিয়ে প্রহেলিকা
রাজপথে শুয়ে থাকা ঝিম ধরা আলোতে।