কথা দিয়েছিলাম কষ্টের ঘুড়ি ভোকাট্টা হলে
বাহারি রঙের অক্ষরে ফোটাবো প্রেম,
সন্ধ্যার আয়োজনে সূর্য ঘুমালে বিকালের শিথানে
সমুদ্র অভিসারে মিলবো দু’জন
বাতাসের ফেরিতে ভাসিয়ে দীর্ঘশ্বাস।
মেঘ্কুঁচি গাঁথা ঠোঁটের তাণ্ডবে হবো জলেশ্বর
আনকোরা প্রেমে তোমাকে বানিয়ে ঢেউয়ের আহ্লাদী।


কথা দিয়েছিলাম অবসাদের গোলক ছেড়ে
নির্জন পথের বাঁক ধরে অসময়ে ফেরারী হবো,
অপেক্ষার আগুন পুড়িয়ে উত্তুরি মেঘের ডানায় চড়ে
বুকের সবুজে সাঁজাবো বাসর,
সুনীল আঁধারে খুঁজে নেবো কাঁচুলিতে লুকানো সুগন্ধি তিল।


অথচ
আজ নিরস টেবিলে পরে থাকে অবাধ দৃষ্টি
প্রাচীন চোখে আকাশ দেখি;
বিষাদের নীল জড়ানো বিরান ভূমি
হিসাবের গরমিলে বেসামাল ব্যস্ততায়
নিঃসঙ্গ জানালায় ওই যে প্রিয় শরৎ চলে যায়।