//যাপন//

কাগজের নৌকায় ভেসে গ্যাছে নিষেধের ঘুম আর
ভেঁজা চুলের সুগন্ধির মতো প্রতিটি সরল সকাল,
এখনো ঘরের পাশে রোজ হাট বসে, কেবল
হারিয়ে গ্যাছে বাজারের থলে, কিছু নগদ রাগ।
তবুও থেমে নেই,
বুকের মাঝে এখনো বয়ে চলে এক কুমারী খাল,
ভালবাসা নামে হাররোজ চালিয়ে দেয় করাতের সোহাগ।


//অহেতুক//

আজকাল সাধ করেই সব ভুলে যেতে যাই;
শিলাঘাতে খসে পড়া পলেস্তারার দিন,
ছয় জানালা খোলা রেখে, চৌকাঠ পেরুলে-
বাতাসে কবে উড়েছিলো লিখিত ভাষণেরা,
কোন চায়ের কাপে ভিড়েছিলো চুমুকের পয়গাম।


কতটুকু পারি, কতটুকু আর লুকানো যায়!
শাওয়ারে বেড়িয়ে আসে আস্তিনে লুকানো দাগ।