রাতের খাবার
====================
ঘুমালে সুখী দালানগুলো
রাতেরও আঁধার বাড়ে,
নিষ্পলক মাতাল অপেক্ষায় মর্গকর্মী চোখ,
এই বুঝি এলো রাতের খাবার
ফেরারী আত্মা, দুর্গন্ধময় বিলাসী শরীর।


দৃষ্টিভ্রম
=====================
করাতের খাঁজ-কাটা ভুলে গিয়ে আপন পেশা
চন্দন ভেবে চিরে যায় মানবীয় পারদ,
ঝরা পাতা উড়ে বলে বাতাসের ভাঁজে
সোনালী জালে মিশে থাকে পতনের আভা।
নাঁচঘর কেঁপে উঠে,
পোশাকেও নানাবিধ রঙের মিশেল
রোদে লেপা দুর্গের প্রাচীন দেয়াল
বাহ! আজ অন্ধকারেও সেঁজেছে বেশ!


দেবতা
======================
মধ্য রাতের বৃষ্টিতে খুলে গেলে সমস্ত আবরণ
ফোঁটাগুলো বিঁধে যাবে নরম শরীরে
জলের ভাসানে খুঁজতে গিয়ে কদমের সুখ
বাতাসের হিমে জমে যাবে গোপন শহর,


ঘুমিয়েছে দেবতা
নিবিড়েই বয়ে যাও লবনের জলধারা
সন্ধ্যায় করে পূঁজো এখন আর পাপ করো না।