কদর্য বিছানা
==================
সূর্য রাগলে সরে যায় কুয়াশার প্রহর
ঘাসের বাহু ছেড়ে শিশিরও পালায়,
ভোর নেমে এলে মোহমায়ার প্রাচীন চোখে,
শেষ হয় তার পিছনের ঝরোকায় আঙ্গুলের গিঁট গুণা।
ওপাশে নিত্যনূতন ষোড়শী স্রোত ডিঙিয়ে
ঘাট থেকে উঠে আসে রাতের মাঝি,
বালাহীন হাত কুড়িয়ে নিয়ে অলীক মূর্ছনা,
আবারও নিখাদ রোদে স্বপ্ন আঁকে হলুদ পাতায়
কখনো বা কদর্য বিছানায়।


একরঙা চোখ
====================
ভোর হলে সবাই বলে
আকাশ থেকে আলো খসে পড়ে,
আমি কখনো ভোর দেখিনি, না দেখেছি আকাশ!
একরঙা চোখ আমার
দেখিনি সাদা কালোর লুকোচুরি উল্লাস,
তাইতো আজ ঘর ছেড়েছি ,
হঠাৎ যখন আকাশ থেকে
ঝরে পরা দু’ফোঁটা জল হাত ছুয়ে যায়,
আমি ভাবি আলোই বুঝি,
সবাই বলে মূর্খ কোথাকার!