তারপর একদিন...
একটা দীর্ঘনিঃশ্বাসে হারাবে তোমার সব ভাবনাগুলো,
কল্পনারা সব খুঁজে পাবে তার আপন ঠিকানা।
চেনা পথের বাঁকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলোর মতো,
দুমড়ে-মুচড়ে, ভেঙ্গে-চুরে চলে যাবে কল্পনারা।


কোন এক স্বপ্নহীন আগামীর মতো পড়ে রবে অতীত,
স্মৃতির রোমন্থনে ভেসে আসবে,
আলো-ছায়ার মতো কিছু অস্পষ্ট স্মৃতি...
কথার ভীড়ে শুধু কথাই হারাবে দিগন্তহীন পথে।


দূর আকাশে তাকিয়ে দেখবে বিশাল নীল,
টুকরো টুকরো সাদা কফিনে মোড়া থাকবে...
এইসব দিন-রাত্রির কথামালা।