তোমায় দেখার ইচ্ছ‌ে ছিল‌ো
আরও ছিল‌ো উদ্ব‌েগ,
ত‌োমার চ‌ো‌খের বৃষ্টি দিল‌ো
আমার চো‌খে মেঘ!

তা‌ই‌ দুচ‌োখ ঘনীভূত
ঝর‌ে যাবার ভয়,
ত‌োমার ভাঙা বুকের মতো
আমার কূল‌ে ক্ষয়।

যা না হবার তা‌ই হল‌ো
কান্না পে‌লো খুব,
আমার ম‌নের সূর্য দি‌লো
‌তোমার জ‌লে ডোব।

চা‌রি‌দি‌কে দি‌নের আলো
আমার ঘ‌রে রাত,
বারান্দা‌তে‌ হা‌রি‌য়ে গে‌লো
‌তোমার ধরা হাত!