চলো এই পক্ষপাতদুষ্ট পৃথিবী ছেড়ে যাই
পা বাড়াও
এইতো দিলাম পা
তুমি যাও, আমি আসছি


অগস্ত্যযাত্রার ব্যবচ্ছেদ হচ্ছে আকাশে
ফ্যাকাশে চোখের মতো সংবর্তের আনাগোনা
কোথাও ভূতপূর্ব হয়নি কোনোদিন
চির খড়া মৌসুমির অপ্রসন্ন তলপেটের
আজন্ম ক্ষুধা মেটাতে গিয়ে
অভুক্ত আছি দু-তিন দশক


হাতের তালুতে দুঃস্বপ্নগুচ্ছ থাক
ফুলদানির মিহি গহ্বরে পড়ে থাক সৌরভ
সামনে উদাসীন সময়ের
একচ্ছত্র সর্বনাশ পেরিয়ে
এসো উচ্ছিষ্ট করি ত্বকের বাহার, স্পর্শ
চলো পক্ষপাতদুষ্ট পৃথিবীকে ছেড়ে যাই


চলো যাই
এইতো দিলাম পা
তুমি যাও, আমি আসছি