আর কেউ আসবে না প্রাতে,
কেউ আর গাইবে না গান।
বিকেলের রোঁদ মাখা হাতে,
পড়ে গেছে বিবেকের টান।


কিছু কিছু মিছিলের রেশ,
তুলবে না ঝড় কোনো পালে।
অবশেষে খোলে গেছে বেশ,
যাহা ছিলো নুয়ে আবডালে।


সরে গেছে জলদের পাল,
এনেছিলো যাহা বিদ্রোহ;
ধরেছিলো কন্ঠে যে তাল
চুকে গেছে সেই সমারোহ!


আর নেই, ভয় নেই তাতে,
নেমে গেছে রমণীর হাত!
হিমঘরে ইঁদুরের সাথে,
কেটে যায় অনীশের রাত!


সেই বেণু বাজবে না বলে
শুরুতেই কেটে গেছে রাগ।
ট্রাফিকের লেনাদেনা ভুলে-
ভালো থেকো, প্রিয় শাহবাগ।