তোমাকে চাই আজ এ বিবর্ণ বৃষ্টিকে রঙিন করে তুলতে,
চাই তোমাকে বৃষ্টিতে ভিজে স্বপ্ন দোলনায় দুলতে।
বৃষ্টির মন চঞ্চল মন উতলা এ মন আজি,
তুমি হীনা মোর কি আছে মোর, কি আছে এমন দামি!
বৃষ্টির ডাকে মোরা বেরিয়ে পড়ি চলো সকলের আড়াল হয়ে
আমি রাজা, তুমি রাণী হয়ে চলো বৃষ্টি দেশের পাড়ে।
সেখানে আকাশ ম্লান হয়ে কেমন বর্ষাকে ঈর্ষা করে!
চারিদিকে তখন সবুজ পাতাদের মাজে প্রেমের শিহরণ জাগে।
সেখানে বাতাসের জোরালো কন্ঠে বৃষ্টির অনুরাগ,
বৃষ্টি সুখের উল্লাসে উচ্ছাসিত সকলে, শুধু শূন্যতার অভিসম্পাত।
এমনি হয়,বৃষ্টি সবার প্রিয়
তবু বর্ষা মনে করিয়ে দেয় ফেলে আসা কত কথা,
বয়ে আনে কত দুঃখ-স্মৃতি, কত বেদনা, কত ব্যথা;
সেখানে বৃষ্টি অপ্রিয়।
তবু বৃষ্টির আগমনে খুশির জোয়ার বয়ে চলে, খুশি আরো দুটি মন,
হাসিতে খুশিতে আমি তোমাতে তুমি আমাতে, দুজনে একজন।
বৃষ্টির সুরে সুর মিলিয়ে গাই বৃষ্টি সুখের গান,
বৃষ্টিময়ী তুমি আমার মাঝে, তুমিই বৃষ্টির প্রাণ।