আশার বক্ষময় ভালোবাসার বৃক্ষ; তোমায়
শিকড়ে বেধেছি আমি।
আহা কি রূপ রূপ সাগরের বাণ ছুট,
লজ্জায় ডুবে মরি।
দিবস রজনী শুধু তোমায় ভাবি
পুলকিত হই মনে প্রাণে।
কোমল বদনে সখী প্রেমের মন্ত্র জপি
শুনতে পাও কি সত্তার সংগোপনে?


সুদীর্ঘ কৃষ্ণ কেশে প্রেমের খেয়া ভাসে,
ভাসিয়ে নাও অকূল পাথার।
পায়ের নূপুর রিমঝিম বাজে, বসন্তের ফুলে যৌবন আসে,
তরু পল্লবেও আসে প্রথম প্রেমের জোয়ার।
রঙিন বসনে, আলতা চরণে, মায়াবী গড়নে; ব্যাকুল নয়নে
দেখলাম মর্তের দেবীস্বরূপ।
তোমার হাসিতে জ্যোৎস্না ঝরে, ঢেউ খেলায় তটিনী অলুক দৃশ্যে;
অরূপ রূপজ্যোতি অপরূপ।
রূপদেবী রূপের আধার দাও তবে  দাও পূজোর অধিকার,
নাও এ ফুল কোমল অঙ্গে।
বসন্ত কোকিলের মধুর তান কোরবো প্রাণে প্রাণের মিলান,
শুনতে পাও সে গান সত্তার সংগোপনে?