কাঁচের দেয়ালে বন্দি ফিলামেন্টের মত জীবন আমার
যার অবস্থান বিষাক্ত হিলিয়ামের ভিতর
অন্যের পথকে আলোকিত করার জন্য
নিজেকে নিজে করছি ক্ষয়!
কিছু সময়ের জন্যই জন্ম আমার
নির্দিষ্ট অবকাঠামোই হলো কর্মস্থান
প্রতিনিয়তই চলে আলো-আঁধারের যুদ্ধ!
এই যুদ্ধ করতে করতেই হয়ে যাবে
আমার জীবনাবসান।
সেদিন আমার আলোয় পথ দেখা পথিকেরাই-
ছুঁড়ে ফেলে দেবে আমায়।
ভুলে যাবে তাদের জন্য দেওয়া আমার এই আত্মদান।