লেখাপড়া করে কি আর মানুষ  হওয়া যায়
নামীদামী গাড়ি চড়ে মুখোশ ঢাকা  দায়।
ঘুষের নেশায় মত্ত হয়ে বাড়াও নিজের পাপ
অকারণে নিচ্ছ তুমি গরীব দুঃখীর শাপ
টাকাওয়ালা চাকুরী পায় অনেক টাকা দিয়ে
শিক্ষিতরা ঘোরে শুধু বেকারত্ব নিয়ে।
লাভ কি হলো পড়াশুনায় সময় নষ্ট  করে
বেকারত্ব নিয়ে আমি বুঝলাম অনেক পরে।
ছেলেবেলায় বলতো সবাই লেখাপড়া করতে
লেখাপড়ার অনেক মূল্য জীবনটাকে গড়তে।
লেখাপড়া করে দেখি নেই তার কোনো মূল্য
হাতের কাজের চেয়ে দেখি নেই যে কিছু তুল্য।
শিক্ষা এখন হয় যে বিক্রি মোটা টাকার দামে
ঘুষের টাকা হাতিয়ে নিতে ব্যস্ত সবাই কামে।
এই সমাজের শিক্ষিত সব বিবেকটাকে ভুলে
অর্থ আয়ের ফন্দি আঁকে প্রতি চুলে চুলে।