এমন একটা বৃষ্টি আসুক পৃথিবীর বুক জুড়ে
দুঃখ-কষ্ট জরা ব্যাধি সব ভেসে নিয়ে যাক দূরে।
সুখের প্রদীপ জ্বলুক সবার অন্তরে-অন্তরে
শান্তি ছড়াক এই পৃথিবীর প্রতি কোণে ঘরে ঘরে।
বস্ত্র থাকুক গাছের তলায় ঘুমানো শিশুর গায়
এক-কাতারে দাঁড়াক সবাই সহানুভূতির ছায়।
নতুন একটা চারাগাছ যেন জম্মায় মাটি ফুঁড়ে।
এমন একটা বৃষ্টি আসুক পৃথিবীর বুক জুড়ে।
কেউ না বন্দি থাকে যেন আর শোষণের নাগপাশে
সবার ঘরেতে সুখের পাখিরা যেন সব ফিরে আসে
বিধাতার কাছে এই আর্তি জানাই আজ সুরে-সুরে।
এমন একটা বৃষ্টি আসুক পৃথিবীর বুক জুড়ে।