আমি তোমার শরীর নয় মনকে ছুঁতে চাই।
শরীর ত যে কেউই ছুঁতে পারে, কিন্তু-
পৃথিবীতে এমন কয়জন মানুষ আছে যারা মন ছুঁতে পারে?
নারী, তুমি হলে পৃথিবীর ভূপৃষ্ঠে জন্ম নেয়া এক-একটা ঝিনুক।
তোমার মাঝেই লুকিয়ে আছে মহামূল্যবান মুক্তা।
তোমাকে স্পর্শ করা মাত্রই যদি
লজ্জাবতীর মত নুয়ে না পড়ে, সজারুর মত আচরণ করতে-
তবে তোমাকে স্পর্শ করার দুঃসাধ্য কেউই দেখাতো না।
যদি আমি তোমায় স্পর্শ করি,
আমাকে নয়,সমাজ তোমাকেই ব্যভিচারী উপাধি দেবে।
কারণ আমি পুরুষ, পুরুষ মানেই তোমার থেকে শারীরিক শক্তি বেশি।
শক্তি বেশি মানেই আমি সিংহ, সিংহ মানেই রাজা
রাজা মানেই আমি যা ইচ্ছে তা করতে পারি।
যদি তোমার ওষ্ঠাগত ঠোঁটে চুমু খাই, তবে তুমি এঁটো।
আমি কিন্তু ধোয়া তুলসীপাতা!
তোমার স্থান হবে ডাষ্টবিনে পড়ে থাকা একটুকরো মাংসের মতো
আমি কিন্তু বরাবরের মতন, অবস্থান করবো সমাজের উঁচু তলায়।
তোমার দিকে যখন লালসা আর ঘৃণা মিশিয়ে কথার তীর ছুঁড়বে
পুরুষ নামক সিংহের দল,
তখন আমি নিশ্চিন্তে
ভাতঘুম দেবো-------