দৃষ্টিভঙ্গি
সপ্তকণিকায় অক্ষরবৃত্ত (১০+৮)প্রথম ও শেষ দুই চরণ
(৮+৬) মাঝের তিন চরণ
--------------------------------------------------------
যদি আমরা বদলাতে পারতাম এই দৃষ্টিভঙ্গিটাকে
তবে আমরা সাজাতে পারতাম  পৃথিবী সুন্দর ভাবে।
সুখে শান্তিতে থাকতাম মিলেমিশে সবে।
সবার জীবনে সুখ আসতো যে বাস্তবে।
জয়ী হতো মানবতা পৃথিবীতে তবে।
ঘৃণা আর অসন্তোষে কভু পুড়তোনা কারো জীবন
সকলের মাঝে উঠতো গড়ে ভালোবাসার বন্ধন।