চুলগুলো গেছে পেকে তবুও মেকাপে ঢেকে দিনের আলোয় সাজি সঙ
বয়স যদিও আশি বুকেতে শুষ্ক কাশি ঠোঁটের ভাঁজেতে আঁকি রঙ।
মাসকারা চোখে মেখে ক্লান্তির রঙ ঢেকে সবার থেকে লুকাই আমি
বুকে ব্যথার পাহাড় মিলেমিশে একাকার দুঃখগুলো অনেক দামী।
মনে জমানো আঁধার মেখে ফেসপাউডার আড়াল করি সবার থেকে
না বলা হাজার কথা মনের লুকোনো ব্যথা যতন করে দিয়েছি রেখে।
সবাই আমাকে দেখে মনেমনে তাই ভাবে অনেক বেশি সুখেই আছি
সুখপাখি বলে কাকে হলো না যে চেনা তাকে তাই তো দুঃখ নিয়ে বাঁচি।
জোয়ারের স্রোতে ভেসে খড়-কুটো হয়ে এসে পাইনি আদর কারো কাছে
মনেতে দিয়েছে দাগ নেয়নি দুখের ভাগ আমার ব্যথা আমারই আছে।
খুব বেশি মনে পড়ে বাবার কাঁধেতে চড়ে কতটা পথ দিয়েছি পাড়ি
অভিমান মনে নিয়ে তারাদের দেশে গিয়ে বাবা আমার দিয়েছে আড়ি।
ছেলেবেলা ঘুমঘোরে আমাকে মা একা করে চলে গেলেন অনেক দূরে
সেই থেকে একাএকা জীবনের থেকে শেখা নিয়েছি পথ রাস্তাখুঁড়ে।