যায় কি চেনা মানুষগুলো মুখোশ পড়ে থাকেন যারা?
ভাবখানা ঠিক এমন যেন দেব-দেবীদের বন্ধু তারা!
হতাম যদি তাদের মতো থাকতো না ভাই শত্রু কোনো
তাদের সকল কীর্তিকলাপ যাচ্ছি বলে একটু শোনো।
দেখা হলেই বলবে কথা দাঁতকপাটি সামনে এনে
আসলে ভাই তারা সবাই এমনি করেই কথা কেনে।
তোমার থেকে কথা কিনে যাদের কাছে কথা বেচে
তাদের সকল গোপন কথা বের করে নেয় হৃদয় সেচে।
মিষ্টি কথার মায়ায় জড়ায় করে শুধু ছলচাতুরী
তাদের মতো দুমুখো সাপ দেখতে পাবে ভুরিভুরি।
যথাসম্ভব দুরত্বটা বজায় রেখ তাদের থেকে
সরল সোজা জীবন নয়তো মোড় ঘুরিয়ে যাবে বেঁকে।