মৃত্যুকে যে ভয় করে সে পিছিয়ে থাকে হাজার গুণ
স্বপ্নটাকে বুকের মাঝে নিজেই নিজে করছে খুন।
হাঁটতে গেলে পড়তে হবে হোঁচট খেয়ে হাজার বার
খাবার খেয়ে পেট ভরাতে যেতেই হবে বাজার তার।
যাদের মনে বসত করে হোঁচট খেয়ে পড়ার ভয়
কেমন করে করবে তারা ধরার বুকে মৃত্যু জয়!
অনেকেই ত বলে গেছেন এসব কথা বারংবার
বর্তমানে এসব কথা মানতে মানা খবরদার।
ঘরের মাঝে বন্দী হয়ে বিশ্ববাসী কাঁপছে দেখ
বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে অনেক দ্রুত মৃত্যু বেগ।
আবিষ্কার হয়নি আজও প্রতিশোধক কিছুই তার
দুরত্বই কমাতে পারে সংক্রামিত রোগের ধার।
ছোঁয়াচে এই রোগের থেকে মুক্তি পেতে চাচ্ছে সব
চতুর্দিকে বন্ধ হলো তাইতো দেখি অট্টরব।
প্রাণের ভয়ে মানুষগুলো ঘরের কোণে চুপসে মরে
ইতিমধ্যে অনেকেই ত ধুলোয় চাপা গেছেন পড়ে।
আতংকিত হয়ে সবাই এক সুরেতে বলছে আজ
ঘরের মাঝে বন্দী থেকে মানুষ বাঁচা নিজেও বাঁচ।