ঘৃণা করো? বড্ড বেশি ঘৃণা
লক্ষী ছাড়া পেঁচার মতো?
অম্বুদের অন্তরালে যে রবি লুকিয়ে থাকে-
তাকে দেখার জন্য দৃষ্টি নয়, বিশ্বাস থাকতে হয়।
যখন আমরা সমান্তরাল রেললাইনের মতন ছিলাম
তবে কেন আজ বিচ্যুতি ঘটলো!
খুঁজতে যেওনা, বুঝতে চেও না, কী এর হেতু?
আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো নিজেকে
কেন আমি ভেঙেছি বিশ্বাসের শক্ত ভীত?
ঘৃণা হচ্ছে?  বড্ড বেশি ঘৃণা?
উত্তর খুঁজে পেতে-
নীলাম্বরের নীলে হারাতে হবে তোমাকে।
শান্ত স্নিগ্ধ রজনীতে-
কখনো শুয়ো পোকার চিৎকার শুনেছ?


নীলকন্ঠ হয়ে আমি ঘৃণিত হয়েছি।।