বন্ধু তোমার জন্ম মিথ্যা ভেবো না অযথা আর
তোমার পরশে ফুটেছিল হাসি এ বিশ্ব বিধাতার।
এসেছ যখন ধরার ধূলিতে কেঁদেছিলে তুমি একা
হেসেছিল সব যখন তাহারা পেয়েছে তোমার দেখা।
তোমার হাসিতে ফুটেছিল ফুল পাপড়ি মেলিয়া তার
এখনো কি তুমি থাকিবে এমন মুখটি করিয়া ভার?
সময় গিয়েছে সময়ের স্রোতে দুহাত বাড়িয়ে দেখো
জীবনের যত হিসেব-নিকেশ স্মৃতির মলাটে রেখো।
খুঁজতে যেও না জীবনের মানে কিনে আনা অভিধানে
জীবন মানে কী বোঝার জন্য মিশে যাও প্রাণে প্রাণে।
জীবন ত নয় কাগজের ফুল কিংবা পুতুল কোনো
যোগ বিয়োগের খেলাই জীবন, জীবনের কথা শোনো।
জীবন সে নয় সহজ বিষয় কিংবা ক্ষুদ্র অতি
প্রচেষ্টা করে কেউই পারে না আটকাতে তার গতি।
বাঁচার তাগিদে বাঁচতে শিখিবে ছেড়ো না কখনো হাল
উজানের স্রোতে ভাসিয়ে জীবন উড়িয়ে দিও না পাল।
মানে না জীবন কোনো ব্যাকরণ এ বিশ্ব চরাচর
জীবকুল তাই একে-অন্যের উপরেই নির্ভর।