মানুষ এখন সস্তা পন্য এই পৃথিবীর বুকে
কেনা বেচার ধুম পড়েছে কেউ নেই আর সুখে।
ভোর থেকে সব সন্ধ্যা অব্দি কাজের খোঁজে চলে
এদিক-সেদিক ঘুরে বেড়ায় সবাই দলে দলে
মৌমাছির সব মৌচাক যেন দেখতে লাগে ভারী
ব্যর্থ হয়ে সবাই যখন ফিরে আপন বাড়ী।
মধু সবাই আহরণের চালায় বৃথা চেষ্টা
এত খোঁজার পরও তবু মিটেনা আর তেষ্টা।
সার্টিফিকেট জোগাড় করে লাভ কি হলো তবে
আঁধার ঘরে আলো আবার জ্বলবে বলো কবে?