ক্ষমা করো মা
প্রণয় আচার্য্য
-------------------
একলা করে আমায় মাগো কোথায় গেলে তুমি
তোমার যে মা যাওয়া থেকে শুন্য হলো ভূমি।
একটুখানি আঘাত পেলে কাছে যেতাম ছুটে
তোমার বুকে রাখলে মাথা দুঃখ যেত টুটে।
কেমন করে মাগো তোমার স্মৃতিটি যাবো ভুলে
আদর করে আমার মুখে কে দেবে ভাত তুলে?
কাজের ফাঁকে যেতাম ছুটে চেয়ে তোমার হাসি
হয়নি আজো তোমায় বলা কতো যে ভালোবাসি
ছোট্টবেলা থেকে আমায় করলে তুমি বড়
প্রতিদানেতে পাওনি কিছু আমায় ক্ষমা করো।
দারিদ্রতা নিত্যসাথী ছিল যখন ঘরে
অভাবটাকে রাখতে তুমি দূরে আড়াল করে।
মা তুমি যে কি রত্ন ছিলে এ বুকেরই মাঝে
হাত বাড়িয়ে খুঁজি তোমায় সকাল থেকে সাঁঝে।
সব ছেড়ে মা দিলেই পাড়ি না-ফেরারই দেশে
তোমার মতো আপন করে নেবে আমায় কে সে?
হে ভগবান এই মিনতি যাই যে করে আমি
মাকে আমার চিরশান্তি দিও জগৎস্বামী।


উৎসর্গ-- আমার কবি বন্ধু তৃষ্ণা ভৌমিকের প্রয়াত মাকে।