সন্তান হারা মায়েরা শুধু করে যায় আহাজারি
স্বার্থের নেশায় মত্ত হয়ে আমরা করি মারামারি।
অশ্রু যে তার গড়িয়ে পড়ে নিরবে মায়ের চোখে
অশ্রু সিক্ত মায়ের নয়ন সন্তান হারানো শোকে।
দিক- বিদিক খুঁজে বেড়ায় হারানো বুকের ধন
সন্তান ছাড়া মায়ের বলো কে আর আছে আপন।
নাড়ি ছেঁড়া ধন যে তার ঐ আদরের সে সন্তান
অস্ত্রের আঘাতে রক্ত দিয়ে হারিয়েছে তাজা প্রাণ।
পুত্র শোকে কাতর হয়ে সে হারায় মুখের বুলি
চিতার আগুন জ্বলছে দেখে নিরব নয়ন গুলি।
মায়ের মত এত আপন আছে নাকি কেউ ভবে
রক্ত নিয়ে এই হলি খেলা বলো বন্ধ করবে কবে?
সন্তান হারা সেই মায়ের বিফলে যাবেনা শাপ
মৃত্যুর পরে করবেনা কেউ তোমাদের আর মাফ।
সাক্ষী দেয়ার থাকবেনা কেউ তখন তোমার আর
সেই সময় শুনবেনা কেউ তোমার দেয়া চিৎকার।
সময় থাকতে মায়ের থেকে কেড়ে নিওনা সন্তান
মায়ের অশ্রু মোছার জন্য রাখো সবে অবদান।