নর্দমার পোকা
প্রণয় আচার্য্য
--------------------------
নর্দমারই পোকা যারা এই সমাজে আছে
ক্ষমতাটাই বড় অস্ত্র দেখি তাদের কাছে।
ধরতে গেলে বিষের কামড় বসায় মনের সুখে
ভুক্তভোগী বিষের জ্বালা বয়ে বেড়ায় বুকে।
রক্তচোষা প্রাণী তারা নিজের মতো চলে
অন্ধকারের গলিগুলোয় থাকে দলে দলে।
প্রশাসনও চুপটি করে দেখে তাদের কাজ
কেমন করে সাজেন তারা রণতরী সাজ।
সাধু সেজে দিনের আলোয় ঘুরে বেড়ান যারা
সময় এলে মুখোশ ছেড়ে বাইরে আসেন তারা।
নিত্য নতুন পোশাক পরে ঘুরে বেড়ায় একি!
বড় বড় নেতাদের আজ তাদের সাথেই দেখি।
গরীবের ধন চুরি করে থাকে রাজার হালে
হবেনাকি বিচার তাদের আদৌ কোনো কালে?
গিরগিটিরই স্বভাব তাদের ক্ষণে ক্ষণে দেখায়
মনের সুখে মেতে উঠেন রক্ত নিয়ে খেলায়।