দলাদলি ছোটাছুটি সমাবেশও বন্ধ
তবুও ত থামছে না কিছুতেই দ্বন্দ্ব
জ্ঞান ছাড়া বিজ্ঞান কোনো কাজে আসে কি
এতবড় জাহাজটা শুধুশুধু ভাসে কি!
বোতলের ছিপিখানি যদি থাকে বন্ধ
ঢেউয়ের সাথে ভেসে খেলে নানা ছন্দ।
লিটমাস পেপারের লালনীল খেলা
দেখে দেখে কেটে যায় সাইন্সের বেলা।
ক্ষার আর ক্ষারকের গুরুত্ব কতটা
প্রতিদিন টের পাই হলে গায়ে ক্ষতটা।
ঘর্ষণে ঘর্ষণে পাই স্থির বিদ্যুৎ
বিজ্ঞান খেলা খেলে নানাসব অদ্ভুত।
পৃথিবীটা আলোকিত এডিসন প্রভাবে
টাকা দিয়ে আলো কিনি টেসলার অভাবে।
ঘরে বসে কথা বলি দেশে আর বিদেশে
টেসলার কয়েলটা ছাড়া নয় সিধে সে।
স্রোত থেকে বিদ্যুৎ পাই যার কারণে
সেও হলো টেসলার বিজ্ঞান ধারণে।
রিমোটের মাধ্যমে যতকিছু চালায়
প্রথমেতে তিনিই তা নিজহাতে বানায়।
চলমান বিদ্যুৎ তৈরি যে করেছে
অবহেলা অনাদরে সেই তিনি মরেছে!
এক্স-রের মিশিনটা প্রথমে সে বানালো
রঞ্জন চুরি করে তার নামে চালালো।
রেডিওর প্যাটেন্টটা চুরি করে নিয়ে
মার্কোনী চালালেন নিজ নাম দিয়ে।
অনেকেই জানে না ত এ লোকের নামটা
জানলে ত দিয়ে দিত প্রতিভার দামটা।
তারমত জ্ঞানী লোক অল্পই আছে
বেঁচে রবে তিনি তার কর্মের মাঝে।