জীবনের সঞ্চয়ে রেখেছ কি কিছু?
বিবেকের সীমানায় ফিরে দেখ পিছু।
প্রশ্নরা ভীড় করে শুধাবে যখন
জবাব কি দেবে তুমি ভেবেছ তখন?
বিনিদ্র অবসরে সেই বেলাভূমি
মনে পড়ে যায় যদি কী করবে তুমি?
সুখ সুখ করে যতো করো হাহাকার
কেউ নেবে না তোমার দুখের পাহাড়।
যায়নি সময় আজও, নিজেকে শুধাও
প্রতিটি হৃদয়ে তুমি থাকতে কি চাও?
চিন্তার বলিরেখা কপালের ভাজে
ঘোচাতে হবে তোমায় দ্বিধাহীন কাজে।
চাঁদের আলোয় নয়, রবির আলোয়
শুকতারা হয়ে জ্বল মন্দ-ভালোয়।