যখন আমার স্তব্ধ আকাশ মেঘে ঢাকা পূর্ণিমা
তখন বাতাস উপহাস করে শুধায় আমায় কী নিবা!
চাই না সাগর চাই না নদী চাইছি শুধু একটু জল
হাত বাড়ালেই হাতের মুঠোয় পাচ্ছি কেবল মরুর ফল।
নীলকন্ঠ ফুলের মতো শহর ঘুমায় কংক্রিটে
বাস্তুহারা মানুষগুলো মাথা গোঁজার চায় ভিটে।
আমার হৃদয় উষ্ণতা নয় সমীরণের ছোঁয়া চায়
সবুজ বৃষ্টি দৃষ্টি রাখুক কাদামাটির দেহটায়।