অজ্ঞতা
প্রণয় আচার্য্য
ছড়া কবিতা
-----------------------------
মনু মিয়া অনেক খুশি সন্তান হবে শুনে
পুত্র সন্তান জন্ম নেবে তাইতো প্রহর গোণে।
হঠাৎ করে মনু মিয়ার বদলে গেলো স্বভাব
বৌয়ের প্রতি ভালোবাসার নেই যে কোনো অভাব।
বৌটি যে তার লক্ষীমন্ত বসে বসে ভাবে
অনেকদিনের ইচ্ছেটি তার পূরণ হতে যাবে।
ভাবতে ভাবতে কিছুদিন পর সেই দিনটি এলো
কন্যা সন্তান জন্ম নেয়ায় সবই ভেস্তে গেলো।
বৌটির ভাগ্যে নেমে এলো অত্যাচারের ঝড়
কন্যা সন্তান জন্ম দেয়ায় ভাঙলো সুখের ঘর।
ভুলে গেছেন মনু মিয়া জন্মটি তার কোথায়
নারীর পেটেই জন্ম নিয়ে এলেন তিনি ধরায়।
যাকে নিয়ে করলেন সংসার এতো বছর ধরে
তিনিওতো নারী ছিলেন ভুললেন কেমন করে?
একটি সন্তান জন্ম দেবেন এমন সাধ্য কার
জন্ম মৃত্যু সব কিছুতে হাত যে বিধাতার।
আজও দেখি এই সমাজে অনেক অজ্ঞ আছে
মেয়ের চেয়েও ছেলে বড়ো আজও তাদের কাছে।
ছেলে মেয়ে উভয় সমান একজনেরই সৃষ্টি
অজ্ঞলোকর দুটি চোখে ভুলেভরা দৃষ্টি।।