এই জগতে শিখতে চাওয়া নয়তো কারো চরম ভুল
শিখতে চেয়ে ছিঁড়বে কেন জ্ঞানিলোকের মাথার চুল?
শিখতে গেলে তোমাকে ভাই ধৈর্য্যটাতো রাখতে হবে
তা না করলে কোনো কিছুই পারবে নাতো শিখতে ভবে।
এমনভাবে বলবে কথা কেউ না যেন কষ্ট পায়
স্মরণে রেখো ভদ্রতাটা থাকে না লেখা কারোর গায়।
সবকিছুকে মেনে নেয়ার মানসিকতা রাখতে হবে
শিখতে গেলে তোমাকে ভাই ধৈর্য্য ধরে থাকতে হবে।
কারোর কাছে জানতে গেলে অজ্ঞতাটা মানতে হবে
ভুলটা কেউ ধরিয়ে দিলে জেদ'টা বশে আনতে হবে।
শিক্ষাটাকে দীক্ষাজ্ঞানে নিতে পারিস যদি রে ভাই
একজীবনে হারানো তোকে কারোর কোনো সাধ্য নাই।
আজকে আমি বলছি তোকে জেদ'টা আগে মুঠোয় ভর
তর্কটাকে এড়িয়ে চলে শিক্ষাটাকে আপন কর।
যাস্ না ভুলে এই জগতে শেখার কোনো বয়স নাই
তাইতো আমি সবার সাথে বিদ্যাপীঠে থাকতে চাই।