শ্রদ্ধা
প্রণয় আচার্য্য
-----------------------------------
জীবন দিয়ে আনলেন যারা প্রিয় স্বাধীনতা
চেয়ে দেখি তারাই আজকে
পাচ্ছে ফুলের মালা।
যুদ্ধে গিয়ে যারা দিয়েছন প্রাণ
আজকে তাদের কত সন্মান।
তাদের জন্যে উঠেছে গড়ে
শাহবাগে শহীদ মিনার, সাভারে স্মৃতিসৌধ
সত্যি কি আজ আমরা হারিয়ে ফেলেছে মূল্যবোধ?
তাদের নিয়ে কত গান, কত কবিতা
করেছন কতজনে রচনা।
আরো কতজনে করবে।
জীবিত যোদ্ধারা কি সবসময়
দুঃখের অন্তরালেই রবে?
সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে
সন্ধ্যায় ঘরে ফিরে এসে দেখে
হাঁড়ি আছে ঠিকই কিন্তু নেই কোন চাল।
এভাবেই যাচ্ছে তাদের দিনকাল।
যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলেন
আমার প্রশ্ন তাদের কাছে।
জীবিত যোদ্ধাদের জন্য আপনারা কী করেছেন?
আপনারা নিজেরাই বিশাল অট্টালিকায় থাকছেন
আর নামিদামি গাড়ী ছড়ছেন।।
জীবিত যোদ্ধারা এখনো
দারিদ্রতার সাথে পাঞ্জা লড়ছেন।
অনাহারে অনাদরে
কত বীরের প্রাণ গেল ঝরে।
এখনো আছেন অনেকে জীবিত
তবে তাদের সংখ্যা খুব সীমিত।
আসুন আমরা সবাই
তাদের পাশে দাঁড়াই।
তাদের মনের ভুল ভাঙ্গাই।
তাদের স্বপ্ন পূরণ করি
সোনার বাংলাদেশটাকে গড়ি।
তারাওতো শহীদদের মত যোদ্ধা
তাদেরও করা উচিত
শহীদদের যেমন করি শ্রদ্ধা।