যে ফুলগুলো সৌরভ ছড়ানোর পূর্বেই ধূলো মাখে গায়
ভুল করেও অলিগুলো তাকে ভালোবাসার পরশ দেয় না।
তার আর্তনাদ তখন কেউ শুনতে পায় না।
অভিমানে বারবার পদদলিত হতে থাকে সে!
প্রচণ্ড স্রোতের বেগে-
একটুকরো ভাসমান খড়কে অবলম্বন করে
বেঁচে থাকার স্বপ্ন দেখে পিপিলিকা।
স্বপ্ন সেতো রাতের চাদরে মোড়া ঘন কুয়াশার মত!
পুষা উষ্ণ প্রভায় ধীরে ধীরে হারিয়ে যায় অজানা ঠিকানায়।
আকাশের বুকে আজ ঘন কালো মেঘের আস্তরণ -
ভেসে বেড়ায় নিজের মনের খুশিতে!
যখনি দুঃখগুলো একে- অপরের সাথে যুদ্ধ করে
তখনি আকাশ প্রবল চিৎকার করে তার কষ্টের জানান দেয়।
তার ঝরে পরা অশ্রুকণা বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় আমাদের অবয়ব।
আমরা মনের আনন্দে বৃষ্টির জলে ভিজে-
শান্ত করি আমাদের মনের জ্বালা।
কতোবড় স্বার্থপর আমরা-
অপরের দুঃখ দেখে নিজের মনের স্বাদ মিটাই।