নেই নেই কেউ নেই কোত্থাও নেই কেউ
চারদিকে ছড়াছড়ি বিষাদের নীল ঢেউ
হিংসার আবরণে ঢাকা আজ মনগুলো
হৃদয়ের স্তরে-স্তরে জমা আছে সব ধূলো।
মানবতা লোপ পেলো মানুষের মনথেকে
সকলেই চলে আজ মুখোশেতে মুখ ঢেকে।
কুকুরের লেজগুলো কখনো কি সোজা হয়?
যতো বলি নীতিকথা তবু তারা বাঁকা রয়!
কথা আর কাজে কারো কোথাও তো মিল নেই
বিভীষিকা দেখে এই হারিয়েছি আমি খেই।।
যার কাছে যতো আছে সে-ই বলে আরও চাই
অতৃপ্ত মন নিয়ে করে শুধু খাই-খাই!
মারামারি হানাহানি চারদিকে দেখি রোজ
রক্তের স্বাদ পেলে খায় যেন মহা ভোজ!
চিৎকার করি যতো কে যে শুনে কার কথা
তার চেয়ে এই ভালো আমার এ নিরবতা।