রক্তের নদীতে তোমরা যারা স্বাধীনতা চাও
আসলে তোমরা জানোনা স্বাধীনতা কী?
অধিকার আদায়ের জন্য তোমরা যারা লড়াই চাচ্ছো
তোমরা জানোনা অধিকার কী?


নিজ স্বার্থ সিদ্ধীর জন্য তোমরা যারা অপরকে মদদ দিচ্ছো তোমরা জানোনা যুদ্ধ মানে কী!
তোমরা জানোনা ইতিহাস কাকে বলে?
ধর্ম কাকে বলে? শান্তি কাকে বলে?


কেএনএফ,শান্তি বাহিনী কটা খুচরা বুলেট দিয়ে যারা কুকি-চীন,জম্বুল্যান্ড গড়তে চাও
বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম নিয়ে তোমাদের স্বপ্নের গড়া মানচিত্রকে আমি আজ পদ দলিত করলাম।