এই মেয়েটা
-প্রণব কুমার সত্যব্রত

যে মেয়েটা রোজ দশটার পর
আমাকে মেসেঞ্জারে নক করতো
অফলাইনে থাকলে মিচকল দিতো।

গভীর রাতে শুষ্ক চুমু দেবে বলে বায়না ধরতো,
কাচের নীল চুড়ি এনে দিলেই খুশিতে ভাসতো
পার্কে এক ঠোংগা বাদামে
তাতেই যার বেশ আড্ডা জমতো।

আমার জ্বর এলে যেকিনা
বারবার খোঁজ নিতো_
মধ্যরাতে অনলাইনে দেখলে যে অভিমান করতো।

সেই মেয়েটা আর কেউ নয় ও আমার প্রেমিকা ছিলো।