কোনো,কোনো প্রেম এমন হয়
নীরবে থেকে যায় ঝিনুকের মত
কিছু প্রেম মুক্ত হয়ে গহনা হয়
কিছু,কিছু মনের ভাষা অব্যাক্ত থাকে।


কেউ কেউ চিৎকার করে বলতে চায়
অথচ সাহস তাদের নেই
বুক পকেটে রাখা ফুল
এভাবেই শুকায়।


কোনো কোনো মানুষ এভাবেই অচেনা হয়
মরে যায় শীতের কুয়াশায় ঝাপসা ভোরে
তবুয়ো বুক ফুলে বলতে পারিনি
বলা হয়ানা অনেক কথা।


আমাদের প্রেম গুলো কত সচ্চ!
করোতোয়ার জলের মতো;
কত উষ্ণ,কত উর্বর পলির মত
কেউ কাউকে আগে চিনিনা
প্রথম পরিচয়েই ভালোলাগে।