বহুকাল গেছে আমাদের ভুলে,বহু জীবন শেষে আমরা ফিরে এসেছি আমাদের নদীর মূলগতি পথে।


বয়ে যাচ্ছি পশ্চিম থেকে পূর্বে দক্ষিনে
কত জনম গেছে আমাদের ভুলে,
কত লগ্ন আমরা পার করেছি অবহেলায়।
অথচ ভাবিনি কেউ কাউকে
কি করে ভাববো বলো?
ঠিক দেখা হলো আবার শত জনম পরে
অদৃষ্টের লেখা পৃষ্ঠা দেখিনি খুলে।


কত দিন গেছে আমাদের ভুলে,অনায়েসে অবহেলায়
কেউ কাউকে খুঁজিনি এতো মানুষের ভীড়ে।
শেষেতো দেখা হলো লাভ কি বলো?
বহু কাল গেছে আমাদের ভুলে।