যে পৃথিবীতে আমরা জীবিত আছি তরুলতার
অক্সিজেন নিয়ে।এই পৃথিবীর এক সল্পক্ষুদ্র
সবাই পরিযায়ী পাখি,উড়াল দেবো সে অজানা
গন্তব্যে আমরা পরিযায়ী পাখি আমাদের ওই
পরিযান হবে চৌম্বকক্ষেত্রের টানে।এ ধূলির
ভস্মভূত মাথা চারা দিয়ে উঠে যে ভিন্ন উদ্ভিদ
নতুন করে আবার বাঁচবো,সে বিটহোফেনের
ভায়োলিন শুনবো।মহাপ্রলয় হবেতো আবার!
গ্রহান্তরিতো হবে মানুষ জীবের প্রাণ পাথর
অথবা মমিতে বাঁচেনা সে বাঁচে নিজের ইচ্ছার
শরীরে।এই কংক্রিট-ইটের দেয়াল দিয়ে তৈরি মেগাসিটি সবই হবে একদিন পুরাকীর্তির
প্রাচীন সে সভত্যা আজকের মিশোর কালকের আমেরিকার ইতিহাস রচিতো পাঠ্য বইয়ের
সংকলনে।সব কিছু চলে যাবে আসে নতুনত্ব
মহামারি,জৈবঅস্ত্র-পরমানু যুদ্ধে পৃথিবীর
বিপর্যয় আসবে;আমরা ক্ষনজন্মা এসে চলে
যাই পরিযায়ী পাখি,মানব জন্ম আবার হবে।