দারিদ্রতা কখনো মাথা উঁচু করে বাঁচে দাওনি মোরে
আমায় দিয়েছো সংকোচন শিখিয়েছো তুলনা
জন্ম নিয়েছি আমরা, বড় লোকদের পা মুছবো বলে।


দারিদ্রতা তুমি দাওনি স্বাধীনতা, জোড় দিয়ে বলার অধিকার, দারিদ্রতা আমায় পতিতা বানিয়েছো
ভিক্ষারী করেছো রাস্তার।


দারিদ্রতা আমায় চিকিৎসা দাওনি
ঠিকমত দাওনি মৌলিক অধিকার
দারিদ্রতা আমায় শিক্ষা দাওনি দিয়েছো ধিক্কার!
তুমি আমার মুখে অন্ন দাওনি
জায়গা দাওনি বসবাস করার
তুমি আমায় বস্ত্র দাওনি
বিষন্ন হৃদয় আমার।


মসজিদ-মন্দিরে বয়ান করে
দুনিয়াদারিতে কি হবে তোমার?
পেটের ভোগে মরি এখন
তবু লোভ স্বর্গ পাবার।
সুদখোরদের বড়ছে দেনা,
শোষন করছে গরীবের ঝুলি
এদের কিছু বলছোনা কেনো,
কি করবে ওরা শুনি?
ভয় পাও তোমরা আল্লাহ্, ভগবানের
এখন ভয় তবে কিসে?
আসল কথা বলতে গেলে গোমর ফাঁস হবে।


অলস তোমরা আলসেমিতে
নষ্ট করছো নিজের কপাল
স্রষ্টারে দোষ দিয়ে লাভ কি বলো?
তিনি যেমন রাত্রি দেন তেমনি দেন সকাল।
দারিদ্রতার মাঝ থেকে উঠে আসতে হবে
নয়তো অভাব নামের মহাপাপে জাহান্নামে যাবে।