যতই ধর্মের উপদেশ দেয়া হোকনা কেনো
দু-একটা  ভূড়ি মোটা কুকুর থাকবেই
গুয়ের মাছি অবশেষে গুয়ে গিয়ে বসবেই।


মোটামোটা ভূড়িতে জমেছে চর্বি
এতো আরামের খাবার খায় হারামি
রাম ছাগলের জাত যতই বেড়া দিয়ে
রাখা হোক, তবুও বেড়া ভেঙ্গবেই!
শুয়োরের বাচ্চারা হাত দিয়ে "গু" নাড়বেই।


ময়লা যেখানে রাখা হয় সেখানে
ঘোরাঘুরি করে কুকুরের দল
ছলে-বলে কৌশলে যেমনে হোক
চুষে খাবে জমির সব জল।
যতই পেট ভড়ুক তাদের,
কুকুরে কুকুরে তো লড়বেই
কুকুরের কী ধর্ম আছে?
মায়ের সাথে যেনা করবেই।


বড় কুকুর ছোট কুকুর
ছাগল, বিড়াল, গাধা
সালাদের পাছায় যতই পেটাও
শেষে ভাঙ্গবে মুগুড় লোহা।


কুত্তার "গু" খাওয়াই বড় নেশা
নেশার ঘোরে মাতলামি করবেই
গুয়ের মাছি অবশেষে গুয়ে গিয়ে বসবেই।