সত্যি যদি কোনো একদিন অরণ্যে আড়াল থেকে আমাকে ভাবে।জোনাকি পোকার রাতে যদিওকোনো
দিন জোৎস্নার মত আমার স্পর্শ চায়!বিষ্মিত  
হৃদয়ে কেনো তারে বারেবারে মনেই পরে যায়
অনুপমা রায় শতশত মন্দির ঘুরে দেখিনি
তোমার মুখ অবয়ব মূর্তি। ওই অমল মুখ
যেনো লতানো সেই তনু চাঁদ কেনো জানিনা মুখ
ঢেকে মেঘের আড়ালে চলে যায়।টিয়ার যে ঠোঁট
ওই ঠোঁট তোমার?এতো আচার্যই হবার!চলো
বহুদুর মিসৌরি,দানিয়ুব স্রোতের মোহনায়?
চ ওউ, কারাকোরাম হিমের আদ্রতা বুকে যদি
আসে উষ্ণ তম প্রেম অহেতু যদি আমাজানের
সকল নৈঃশব্দ থেকে একটি মাত্র শব্দ উচ্চারিত
হয়?যদি আইনেস্টাইনের বিজ্ঞান সূত্র মিথ্যে
নীল নদ যদি শুকিয়ে ইউজারসিফের বাক্য
সত্য হয়।মনে রেখো যুগে-যুগে জনমে জনমে
আমার প্রার্থনা মন্ত্র বাক্য।যদি কোনো দিন মনে
পরে যায়,আবার কোনো দিন যদি ওই চোখে চোখ।


➤অষ্টদশ বর্ণপদী ১৮+১৮