প্রেম এসে চলে যায়,মানুষ বদায় সে স্বভাবে
অভাবে হয় চরিত্রভ্রষ্টা,মানুষ নিয়মে মরে
পঁচে নশ্বর এ দেহ,ক্ষণজন্মা কেউ এসে হয়
মহামানব বেঁচে থেকেও কেউ মৃত,তবু অতি
ধনবান দরিদ্র।এ সংসার মিথ্যে সব অস্থায়ী খ্যাতি,ক্ষমতা,যশ লোভী মানুষ হয় স্বার্থপর
বাটপারী করে ঠগ শৃঙ্খলে আবদ্ধ আছে সব
পাপের সাজা পাপী পায়। ধর্মের হয় জয় বিশ্ব
মানবতায় কেউ করে অভিনয়।প্রেম এসে সেতো নিরবে মরে যায়,কষ্টে ভোগে সৎ ছায়াদায়ী বৃক্ষে
ডাল ভাঙ্গে পথিক,ফলজ বৃক্ষের পাতায় পাখি
করে মলত্যাগ।এসব প্রকৃতির স্বভাব তবু
নদী বয়ে যায় সগরের পানে,না ফিরে সাগরি
কেউ যদি পিছে টানে,নিঃস্বার্থ বিলিয়ে তার জল
নদী হয় মরু,তার বুকে মেষ,ছাগল কৃষক
চারায় গরু।মৃত নদীর পলি মটিতে ফসল
হরিৎ হয় বন্যায় দুকূল ছাপিয়ে সব ভাসিয়ে
নিয়ে যায় নদীবাসী শুধু দীর্ঘশ্বাসে থেকে যায়।