প্রত্যাখানের কিছু ভাষা থাকে প্রিয়
অনিয়ম করে প্রত্যাখান করলে,
কখনো বলিনি গ্রহন করো।
অমানিশার রাত্রি কখনো পক্ষের বিপরীতে নয়
তোমার জন্য কাটিয়েছি কত পক্ষকাল
তুমি প্রত্যাখান করলে
প্রত্যাখানের কিছু ভাষা থাকে প্রিয়!
রোদেলা দুপুর ভীষন ধূধূ মরুর প্রান্তর
আমাকে চিনিয়ে দিয়েছে সেই কঠিন অবহেলা
আমিতো বলিনি আমাকে গ্রহন করো।