হয়তো কোনো এক দিন আমাকে মনে পরবে না আর
মনে না পরতে পরতে ভুলে যাবে।
কখনো স্মৃতির ক্যাভাসে খুঁজবেনা জানি
বিবেক তারনা দেবেনা হয়তো।
জানি ভুলে যাওয়া মানুষের স্বভাব
ভুলে যেতে হয়।


স্বার্থের মধ্যে ভালোবাসার গোপন রহস্য লুকানো
তবুয়ো বিনাস্বার্থে লড়ে গেছি তোমাকে পাবার জন্য
যত অসম্মান, আর আঘাত পেয়েছি
সব কিছু তুচ্ছ করে এগিয়েছি তোমার দিকে
যদি কেউ এই স্বার্থহীনকে ভালোবাসে।
ভালোবাসেনি কেউ ভালোবাসেনা,অবহেলিত
হয়েছি বারবার।


পৃথিবীতে রুপ যৌবন আর যোগ্যতাই যখন কাছে আসার মূলমন্ত্র ঘর বাঁধার স্বপ্ন,
তখন অকারনে বিচ্ছেদ আর ব্যাভিচার মন্দ কোথায়?
আমি জানি তুমি কখনো আমার হবেনা
তবুয়ো ছুটেছি তোমার পেছনে,
যেমনটা আলেয়ার পেছনে ছুটে মরুর তৃষ্ণার্ত পথিক।
ভালোবাসা আমার কাছে এখন দেবতার আর্শীরবাদ নয়,অথবা স্বর্গ থেকে দেয়া উপঢৌকন
আমার কাছে যাস্ট অভিশাপ!